Ayodhya Ram Mandir: তিন রামলালার মধ্যে ভোট! গর্ভগৃহে কে ঠাঁই পাবেন? চূড়ান্ত সিদ্ধান্ত আজই
আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে বসবে ‘সেরা’ রামলালার মূর্তি। প্রতিযোগিতায় আছেন তিনজন। গণেশ ভট্ট, অরুণ যোগীরাজ এবং সত্যনারায়ণ পাণ্ডে। তিনজনই নিজেদের মতো করে তৈরি করেছেন রামলালার মূর্তি। এই তিন রূপকারের সৃষ্টির বিচার করবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তাদের চোখে যেটি সেরা নির্বাচিত হবে, শেষ পর্যন্ত সেই মূর্তিই বসবে পবিত্র গর্ভগৃহে। তবে বাকি দু’টিকেও পুরোপুরি […]