Chennai Immolate : স্ত্রীর গায়ে আগুন দিয়েছিল স্বামী, স্বামীকে জড়িয়ে মৃত্যু দুজনেরই
স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টা করেছিলেন বছর ৬৫ টির বৃদ্ধ। স্ত্রীর সঙ্গে সেই আগুনে ঝলসে মারা গেলেন তিনিও।মঙ্গলবার এস করুণাকরণ নামে ওই বৃদ্ধ স্ত্রী পদ্মাবতী (৬০)-র গায়ে আগুন লাগিয়ে দেন। গায়ে আগুন লাগা অবস্থায় প্রতিশোধ নিতে দৌড়ে এসে স্বামীকে জড়িয়ে ধরেন পদ্মাবতী। সেই আগুনে পুড়ে দু’জনেরই মৃত্যু হয়েছে(old couple)।মঙ্গলবার রাতে চেন্নাইয়ের(Chennai Immolate) কাছে আয়নাভরমের […]