EXCLUSIVE VIDEO: ইমরান খানকে টার্গেট করে গুলির বৃষ্টি! দেখুন হাড়হিম মুহূর্ত
পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মিছিলে গুলি চলল। ইমরানকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে অভিযোগ। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী (Pakistan News), পায়ে গুলি লেগেছে ইমরানের। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে (Imran Khan Shot)। আহত হয়েছেন আরও সাত জন। এদিকে, ইমরান খানকে গুলি করার ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, এক আততায়ীকে ঘটনাস্থল […]