Gujarat: হাসপাতালের আলমারি থেকে উদ্ধার মায়ের দেহ! মৃত মেয়ে পড়ে বেডের নীচে
হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে রহস্যজনক ভাবে উদ্ধার মা-মেয়ের জোড়া দেহ! আমদাবাদের (Gujarat) ভুলাভাই পার্কের কাছের এক হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েক দিন ধরে হাসপাতালে দুর্গন্ধ বেরোচ্ছিল। কারণ খুঁজতে নেমে হতবাক হয়ে যান হাসপাতালের কর্মীরা। ওই অপারেশন থিয়েটারের আলমারি খুলতেই বেরিয়ে আসে এক মহিলার পচনশীল দেহ। কিছু ক্ষণ পরে ওই ঘরেই বেডের […]