Income of Sujit Bose and Tapas Roy: বছর বছর লাফিয়ে বেড়েছে সুজিত বসু – তাপস রায়ের আয়, মোট সম্পত্তি কত জানেন?
পুর নিয়োগ দুর্নীতিতে এবার নজরে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়। তাঁদের বাড়িতে ED অভিযানকে কেন্দ্র করে সাতসকালে হইচই পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। সুজিত বসু এবং তাপস রায়ের রাজনৈতিক কেরিয়ার সুদীর্ঘ। এই দুই হেভিওয়েটের সম্পত্তির পরিমাণ কত? তা নিয়ে কৌতুহলের শেষ নেই। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় হলফনামা দিয়ে এই তথ্য নিজেরাই জানিয়েছিলেন […]