IND vs AUS final: মোদী স্টেডিয়ামে চুরমার রোহিতদের স্বপ্ন, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

indian team

ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া(India Vs Australia-World Cup Final)। ভারতের ২৪০ রান খুব সহজেই তুলে দিয়েছেন হেড ও লাবুশানে।  ৪২ বল আগেই খেলা শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। হেড করলেন ১২০ বলে ১৩৭ রান, যারমধ্যে রয়েছে ১৫টি চার ও চারটি ছক্কা। পাশাপাশি লাবুশানে করলেন ৫৮ রান। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের(Narendra Modi Stadium) প্রেস […]