Atal Setu: মহারাষ্ট্রের অটল সেতুতে ফাটল, মাসকয়েক আগেই ঢাকঢোল বাজিয়ে উদ্বোধন করেছিলেন মোদী
মাত্র কয়েকমাস আগে ঘটা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী সেওয়ারি-নাভা শেভা অটল সেতু। মাত্র পাঁচমাসের ব্যবধানে এই বৃহৎ সেতুতে দেখা দিল ফাটল। ফাটল নিয়েই এবার আক্রমণের সুর ধরেছে কংগ্রেস। মহারাষ্ট্র কংগ্রেসের সুপ্রিমো নানা পাটোলে এদিন ব্রিজে গিয়ে ফাটল পর্যবেক্ষণ করেন। তাঁর অভিযোগ, ‘মহান নেতা অটল বিহারী বাজপেয়ীর নামে সেতু বানিয়ে […]