Zarina Hashmi: ভারতীয বংশোদ্ভূত শিল্পী জরিনা হাশমিকে শ্রদ্ধার্ঘ্য গুগলের
প্রখ্যাত শিল্পী জরিনা হাশমিকে শ্রদ্ধার্ঘ্য গুগলের। মিনিমালিস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন জরিনা। হাশমি 1937 সালে উত্তর প্রদেশের আলিগড়ে 16 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1958 সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি থাইল্যান্ডে এবং প্যারিসের অ্যাটেলিয়ার বিভিন্ন স্টুডিওতে বিভিন্ন ধরনের প্রিন্ট মেকিং পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। জরিনা স্ট্যানলি উইলিয়াম […]