RSS-BJP: ‘অহংকারীরা’ ২৪০ আসনে থেমে গিয়েছে – নাম না করে মোদীকে খোঁচা আরএসএস নেতার
২০২৪ লোকসভা নির্বাচনে ৪০০ পারের স্লোগান তুলে নির্বাচনে ঝাঁপিয়ে ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাঁদের থামতে হয় ২৪০ আসনে। যা নিয়ে এবার বিজেপির নাম উল্লেখ না করেই কটাক্ষ করলেন খোদ আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। বৃহস্পতিবার জয়পুরে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আরএসএস জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার বলেন, ‘ “২০২৪ সালে গণতন্ত্রের উৎসবের (Lok Sabha 2024) […]