Kolkata Tourist Spots: এক টিকিটেই ঘোরা যাবে কলকাতার সব টুরিস্ট স্পর্ট, মিলবে অনলাইনেও
কলকাতা (Kolkata Tourist Spots) ঘুরতে বেরিয়েছেন। এদিকে প্রতিটি জায়গায় সেই বিরক্তিকর লাইন। টিকিট কাটতে হবে। এই সমস্যারই এবার সমাধান করা হচ্ছে। ‘ইনটিগ্রেটেড টুরিস্ট পাসে‘র (Integrated Tourist Pass)মাধ্যমে এবার থেকে একটি টিকিট কাটলেই হবে। তারপর সারাদিন পর পর ঢুঁ মারতে পারবেন শহরের দ্রষ্টব্য স্থানগুলিতে। আপাতত, পর্যটন বিভাগ কলকাতার ৩০টিরও বেশি জনপ্রিয় পর্যটন স্পটের তালিকা তৈরি করেছে। […]