RBI Interest Rates: অপরিবর্তিত থাকল রেপো রেট, আপাতত বাড়ছে না বাড়ি-গাড়ির EMI
![images 2023 06 08T133009.762](https://www.thenewsnest.com/wp-content/uploads/2023/06/images-2023-06-08T133009.762.jpeg)
সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই। ২০২৩-২৪ আর্থিক বছরের দ্বিতীয় ত্রিমাসিকের পর্যালোচনা বৈঠকে রেপো রেট বাড়াল না দেশের শীর্ষ ব্যাঙ্ক। এর আগে আগে এপ্রিল মাসে রেপো রেটে কোনও পরিবর্তন করা হয়নি। তা ৬.৫ শতাংশেই স্থির রাখা হয়েছে। ফলে সাধারণ মধ্যবিত্তের উপর আপাতত অতিরিক্ত ইএমআই-র বোঝা চাপছে না। আরবিআই-এর সকল সদস্যের সম্মতিক্রমেই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।এই কমিটিতে […]