International Happiness Day 2022: সুখ দিবস কেন পালন করা হয়, জেনে নিন এই দিনের বিশেষ গুরুত্ব কী
আজ আন্তর্জাতিক সুখ দিবস। ২০ মার্চ সারা পৃথিবীতে পালন করা হয় এই সুখদিবস। বিখ্যাত সমাজকর্মী জেমি ইলিয়ান জীবনে সুখের গুরুত্ব নিয়ে অনেক কাজ করেছেন। তার মতে, যে কোনও ব্যক্তি বা দেশ জীবনে সুখী হলে তা খুব দ্রুত এগিয়ে যায় এবং এগিয়ে যায়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন জেমি ইলিয়ানের এই চিন্তায় খুবই মুগ্ধ হয়েছিলেন। এরপর […]