IPL 2024 Winner: অরেঞ্জ ক্যাপ কোহলির, টুর্নামেন্টের সেরা নারিন, আইপিএলে আর কে কী জিতলেন?
তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে তাসের ঘরের মতো উড়িয়ে দিল কেকেআরের বোলাররা। ২০১২ ও ২০১৪-র পর ২০২৪ সালে খেতাব জয় করলো কেকেআর। সবথেকে মূল্যবান প্লেয়ার নির্বাচিত হয়েছেন কলকাতার সুনীল নারিন। একনজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন। অরেঞ্জ ক্যাপ: বিরাট কোহলি (আরসিবি)- ৭৪১ রান পার্পল […]