Itu Puja 2022: কিভাবে পুজো করলে সংসারের শ্রীবৃদ্ধি হবে জানুন
বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতু পুজোর ব্রত (Itu Puja 2022) উল্লেখযোগ্য। ইতু পুজো সাধারণত মহিলাদের ব্রত। কার্ত্তিক মাসের সংক্রান্তিতে (মাসের শেষ দিন) এই ব্রত শুরু হয়। সমগ্র অগ্রহায়ণ মাস এই ব্রত পালন করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রতের সমপন্ন হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে। একটি মাটির পাত্রে মাটি ভরে কচু, কলমি লতা, আখ, শুশুনি, ধান, […]