RPF Firing: মুসলিম মহিলাকে গান পয়েন্টে শাসানি, বল ‘জয় মাতা দি’!’ RPF গুলিকাণ্ডে নয়া মোড়
যতদিন যাচ্ছে মুম্বইতে চলন্ত ট্রেনে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে নানা তথ্য় সামনে আসছে। এবার সূত্রের খবর, অভিযুক্ত চেতন সিং নাকি সেদিন বোরখা পরা এক মহিলার কপালে বন্দুক ঠেকিয়ে ভারত মাতা কি জয় বলতে বাধ্য় করছিল। গত জুলাই মাসে জয়পুর-মুম্বই সুপারফাস্ট এক্সপ্রেসে কর্তব্যরত আরপিএফ কর্মী চেতন চৌধুরি চলন্ত ট্রেনে হঠাৎ গুলি চালায়। ঘটনায় […]