Baishakhi Banerjee: মাঝ রাস্তায় জামদানি শাড়ি খুলে গিয়েছিল শোভন-বান্ধবী বৈশাখীর! তারপর?
এর আগে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের শাড়ির কালেকশন সকলের সামনে এনে সকলকে চমকে দিয়েছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন বাড়ির সাড়ে দশখানা আলমাড়ি শাড়িতে থাকে ঠাঁসা। সঙ্গে ফাঁস করেছিলেন দু’লাখ টাকা দামের শাড়িও তাঁর কাছে আছে। ছোটবেলা থেকে মায়ের দেখে কীভাবে শাড়ি পরার শখ জন্মেছিল তাঁর, সেটাও জানিয়েছিলেন নিজের মুখে। এবার তাঁর কাছ থেকেই জানা […]