Death: শেষে ব্যাচে খাবার দিতে নারাজ ক্যাটারার কর্মীদের সঙ্গে হাতাহাতি, মৃত নিমন্ত্রিত

Death

বিয়েবাড়ির নিমন্ত্রণে গিয়ে ক্যাটারিং (Wedding Catering) সংস্থার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মৃত্যু হল যুবকের। জখম হয়েছেন ওই পরিবারেরই আরও দু’জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার, পশ্চিম বর্ধমানের জামুড়িয়া (Jamuria) থানার বাগডিহা গ্রামে। বিয়েবাড়িতে এমন অপ্রীতিকর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার বাগডিহা গ্রামের কৃষ্ণা চৌধুরীর বিয়ের প্রীতিভোজ ছিল। আক্রান্ত পরিবারের অভিযোগ, তাঁরা ছিলেন আমন্ত্রিত। সেখানে ক্যাটারারের কর্মীদের […]