Javed Ali: মুক্তি পেল জাভেদ আলির কন্ঠে ‘ফাটাফাটি’-র নতুন গান, ‘যতদূর তুমি’ মন ছুঁল শ্রোতাদের
শনিবার মুক্তি পেলো ‘ফাটাফাটি’ ছবির তৃতীয় গান ‘যতদূর তুমি, ততদূর যাবো…’। অমিত চট্টোপাধ্য়ায়ের সংগীত পরিচালনায়, গানটি শোনা যাবে জাভেদ আলির কণ্ঠে। লিরিক ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। জাভেদ আলী ছাড়াও ছবিতে গান গেয়েছেন অন্তরা মিত্র, ঈশান মিত্র, অন্বেষা দত্তগুপ্ত, খনাদা ভট্টাচার্য, শুচিস্মিতা চক্রবর্তী, পারমিতা এবং পৌষালী বন্দোপাধ্যায়। ছবির টাইটেল সংটি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং […]