Jhumpa Lahiri : ফিলিস্তিনপন্থীদের পাশে দাঁড়ালেন ঝুম্পা লাহিড়ী, ফেরালেন পুরস্কার
কেফিয়াহ, একধরনের সাদা-কালো সুতির কাপড়। মূলত আরব দুনিয়ার দেশগুলোতে নারী-পুরুষ উভয়েই ব্যবহার করে এই স্কার্ফ। যা আবার ফিলিস্তিনিদের কাছে প্রতিবাদ, সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। ড্রেস কোডের দোহাই দিয়ে সেই পোশাক নিষিদ্ধ করেছিল নিউইয়র্কের নোগুচি মৌজিয়াম। শুধু তাই নয়, কেফিয়াহ পরার অপরাধে তিন কর্মীকে কাজ থেকে বরখাস্ত করে ওই মিউজিয়াম। সেই প্রতিবাদেই এবার ওই মিউজিয়ামের পুরস্কার […]