Jio AirFiber : ভারতে হাজির জিও এয়ার ফাইবার, সুবিধা পাবে কলকাতাও, খরচ কত?
গণেশ চতুর্থীর শুভ লগ্নে ভারতে জিও এয়ার ফাইবার লঞ্চ করল রিলায়েন্স জিও। জিওর পক্ষ থেকে প্রেস রিলিজে জানানো হয়েছে, আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই ও পুনেতে এই জিও এয়ার ফাইবার চালু করা হয়েছে। জিও জানিয়েছে একেবারে বিশ্বমানের হোম এন্টারটেনমেন্ট, ব্রডব্র্যান্ড, ডিজিটাল এক্সপেরিয়েন্স সবটাই এই পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে। গত অগাস্ট মাসে অনুষ্ঠিত সংস্থার […]