Joshimath: শিবলিঙ্গে ফাটল, ধসে গেল শঙ্করাচার্যের মঠ! জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা
যোশীমঠের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই ধ্বংসযজ্ঞের আশঙ্কার মধ্যে শঙ্করাচার্য মঠেও অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে, যার কারণে ক্রমশ ঝুঁকি বাড়ছে। মঠের লোকজনের মতে, গত ১৫ দিনে এসব ফাটল বেড়েছে। যোশীমঠ যে আর বসবাসের উপযুক্ত নয়, তা আগেই বুঝে গিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। রবিবার তাতে সরকারি সিলমোহর পড়ল মাত্র। উত্তরাখণ্ড সরকার রীতিমতো নোটিস দিয়ে জানিয়ে […]