RRR: একদিনে ২২৩ কোটির ব্যবসা, ‘বাহুবলী ২’র রেকর্ড ভাঙল রাজামৌলীর ‘আরআরআর’
২০১৭ সাল থেকে ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় বক্স অফিসের কালেকশনের নিরিখে সেরা সিনেমার শিরোপা ছিল এস এস রাজামৌলীর ছবি ‘বাহুবলী ২’র। ২০২২ সালে অতিমারি কালে সেই রেকর্ড ভাঙল রাজামৌলীর অন্য ছবি ‘আরআরআর’। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বড়পর্দায় মুক্তি পেয়েছে এই সিনেমাটি। ২৫ মার্চ মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই বিশ্বজুড়ে ২২৩ কোটির ব্যবসা করল ‘আরআরআর’। শুধুমাত্র ভারতে এই […]