Kamakhya Temple: প্রস্রবণ সব সময় ভিজিয়ে রাখে মায়ের যোনিদেশ, কালিপুজোতে জানুন কামাখ্যা মন্দিরের ইতিহাস
প্রতি বছরের মত এবারও কালীপুজো ঘিরে সেজে উঠেছে ৫১ সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা। এখানে মায়ের যোনি পড়েছিল বলে কথিত আছে। মা কামাখ্যা এখানে পূজিতা হন দশমহাবিদ্যা রূপে। দীপাবলিতে এই মন্দির সেজে ওঠে কয়েক হাজার প্রদীপে। আজও সেখানে দীপাবলি পালিত হয় নরকাসুর বধের স্মৃতি নিয়ে। উত্তরপূর্ব ভারতের মানুষের বিশ্বাস, দীপাবলির সূচনা হয়েছিল কামাখ্যা থেকেই। গুয়াহাটি শহর […]