Republic Day 2023: আজ ৭৪তম সাধারণতন্ত্র দিবস, প্রথমবার মোদীর ‘কর্তব্য পথ’-এ কুচকাওয়াজ

kp

স্বাধীনতার অমৃত মহোৎসবের (Republic Day 2023)  সূচনায় লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কর্তব্য পথই জীবনের পথ হওয়া উচিত। এর পর দিল্লির রাইসিনা হিলসের উপরে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত যে রাস্তার নাম এখন রাজপথ, তার নাম বদলে ‘কর্তব্য পথ’ করার কথা ঘোষণা করেছিলেন তিনি। নতুন নামকরণের পর এই প্রথম বার প্রজাতন্ত্র দিবসের […]