Bonny-Koushani: একসঙ্গে ‘ডাল বাটি চুরমা চচ্চড়ি’ রাঁধছেন বনি-কৌশানী! ব্যাপারখানা কী ?
একসঙ্গে একের পর এক ছবি ঘোষণা করছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ‘শুভ বিজয়া’, ‘অন্তর্জাল’, ‘রাতের শহর’-এর পর এবার অন্য এক ভেঞ্চারে একসঙ্গে তারকা জুটি। মিলিত উদ্যোগে তাঁরা রাঁধছেন ‘ডাল বাটি চুরমা চচ্চড়ি’। ছবিটির পরিচালক হরনাথ চক্রবর্তী। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে নতুন এই ছবির শুটিং। শুধু অভিনয় নয়, সিনেমার প্রযোজনাও করছেন তাঁরা । এটাই […]