Kedarnath Temple Scam: কেদারনাথ মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে সোনা নাকি আসলে পিতল!
দূর্নীতি হয়েছে কমপক্ষে ১২৫ কোটি টাকা। মাথা ঘুরে যাওয়ার মতো অঙ্ক। সম্প্রতি কেদারনাথ মন্দিরের এক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে তোড়পাড় দেশ। এক ভক্তের দানে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে সোনার পাত বসানোর কথা ছিল। বসানোও হয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, তা মোটেই সোনার নয়, গোটাটাই পিতল! তাহলে কোথায় গেল কোটি কোটি টাকার সোনা? এই কেলেঙ্কারির […]