Kerosine Oil: আবারও বঞ্চিত বাংলা, কেরোসিনের বরাদ্দ কমিয়ে অর্ধেক করল মোদী সরকার
পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের কেরোসিনের কোটা কমিয়ে অর্ধেক করে দিল কেন্দ্রীয় সরকার। আগামী অক্টোবর মাস থেকে নতুন কোটা কার্যকর হবে।এতদিন প্রতি তিন মাসে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য প্রায় ১ লক্ষ ৭৬ হাজার কিলোলিটার কেরোসিন দেওয়া হতো। এই হিসেবে মাসিক বরাদ্দ ছিল ৫৮ হাজার ৬৬৮ কিলোলিটার। অক্টোবর থেকে প্রতি তিন মাসের বরাদ্দ কমে হচ্ছে ৮৮ হাজার ৩৩২ […]