Keshpur: মাস্টারমশাই বিয়ে করেছেন, স্কুলে খাওয়ানো হল মদ মাংস!
শিক্ষকদের বিরুদ্ধে স্কুলের ভিতরে মদ – মাংস সহযোগে বনভোজন করার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মইপুর এলাকা। অভিযুক্ত শিক্ষকদের সাসপেনশন দাবি করে এদিন স্কুলের মইপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কেশপুর ২ নম্বর ব্লকের মইপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত শনিবার স্কুলের ভিতরে মদ – মাংস সহযোগে বনভোজন করেছেন শিক্ষকরা। বনভোজন উপলক্ষে স্কুলের […]