Khela Hobe: খেলা হবে গান থেকে নাম বাদ মুকুল-শোভন-সব্যসাচীর! কিন্তু কেন?

khela hobe day

রাজনৈতিক মহল তো বটেই বড় থেকে ছোট সকলের মনেই ব্যাপক প্রভাব বিস্তার করেছিল ‘খেলা হবে’ স্লোগান। মিছিল থেকে বিয়েবাড়ি, অনুষ্ঠানে সেই গান বেজেছে বিভিন্ন জায়গায়। এবার খেলা হবে গান থেকে বাদ পড়তে চলেছে তিন নেতার নাম। এই তিনজন হলেন মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় এবং সব্যসাচী দত্ত। বাংলায় এই গানকে জনপ্রিয় করে তুলেছিলেন তৃণমূল যুব নেতা […]