Asian Games 2023: চিনের চক্রান্ত ব্যর্থ করে ফের এশিয়াডে সোনা নীরজের, রুপো জিতলেন কিশোর
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন। ৫ বছর পর হাংঝাউয়ে সেই খেতাব ধরে রাখলেন নীরজ চোপড়া। কিশোর জেনার সঙ্গে দুর্দান্ত লড়াই হলেও, শেষপর্যন্ত সতীর্থকে টেক্কা দিলেন নীরজ। তিনি সোনা জিতলেন, কিশোর পেলেন রুপো। একই ইভেন্টে দুই ভারতীয়র পদক দেশের সম্মান বাড়াল। নীরজ হাংঝাউতে হেসে খেলে সোনা জিতে নেবেন বলেই অনেকে মনে করেছিলেন। […]