WEATHER: ক্রিসমাসে কুয়াশায় মোড়া কলকাতা, শীত কি বাড়বে? কী বলল হাওয়া অফিস

KOLKATA

ভোর থেকেই ঘন কুয়াশা। ক্রিসমাসের সকালেও কুয়াশার চাদরে ঢাকল কলকাতা। বছর শেষের কয়েক দিনও কুয়াশার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী কয়েক দিন শহর এবং শহরতলিতে একই ভাবে কুয়াশার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা সংলগ্ন জেলাগুলোও। সকাল আটটাতেও দৃশ্যমানতা […]