Konnagar: ধর্ষণের ভিডিও দেখিয়ে আবার গণধর্ষণ! পরে সেই ভিডিও ভাইরালও করল অভিযুক্তরা
হুগলির কোন্নগর চটকল এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। প্রথমে পার্টিতে ডেকে ধর্ষণ এবং তার ভিডিয়ো রেকর্ডিং করে বার বার ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। এর পরে পুলিশ ৪ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত চার যুবকের নাম হল পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক ও আকাশ জানা। অভিযোগ পাওয়ার পর উত্তরপাড়া […]