Krishna Janmabhoomi Case: ফের চর্চায় কৃষ্ণ জন্মভূমি, মসজিদ চত্বর সমীক্ষার অনুমতি এলাহাবাদ হাইকোর্টের
কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্কে আরও এক মসজিদ জরিপ করায় সায়। উত্তরপ্রদেশের মথুরার শাহি ইদগা মসজিদ জরিপ করে দেখতে সবুজ সঙ্কেত দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত নিযুক্ত, সর্বদা নজরদারিতে থাকবেন, এমন কমিশনারের তত্ত্বাবধানে জরিপ করায় অনুমোদন দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মথুরায় প্রাচীরা কাটরা স্তূপ এলাকা, যা কিনা কাটরা কেশব দাস নামেও পরিচিত, সেখানে রয়েছে শ্রীকৃষ্ণ জন্মস্থান কমপ্লেক্স। তার […]