আনমোলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কৃষ্ণা, আম্বানি পুত্রবধূর পরিচয় জানেন?
আম্বানি পরিবারে বাজল বিয়ের আসর। বিবাহবন্ধনে বাঁধা পড়লেন অনিল আম্বানি এবং টিনা মুনিমের বড় ছেলে আনমোল। রিলায়েন্স ক্যাপিটালের ডিরেক্টর আনমোল এবং সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ডিসকোর সিইও কৃশা গত বছর বাগদান পর্ব সারেন। রবিবার মুম্বইতে বসে বিয়ের আসর। বিয়েতে আনমোলকে দেখা গিয়েছে একটি হালকা ধূসর রঙের শেরওয়ানি পড়ে বিয়ের সাজে। অন্যদিকে, একটি লাল রঙের লেহেঙ্গাতে অনবদ্য […]