Laal Singh Chaddha: আমিরের নয়া প্রচার চমক, আইপিএলের ফাইনালে মুক্তি পাবে ট্রেলার
সিনেপ্রেমীরা বলছেন,চলতি বছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’।ইতিমধ্যেই একটু একটু করে ছবির প্রচার শুরু করে দিয়েছেন আমির ও করিনা।প্রকাশ্যে এসেছে ছবির দু দুটি গানও।পাশাপাশি ইনস্টাগ্রামে ফেদার চ্যালেঞ্জের মতো দুর্দান্ত ফিল্টারও এনেছে টিম ‘লাল সিং চাড্ডা’। তবে এখানেই চমকের শেষ নয়। শোনা যাচ্ছে, ২৯ মে আইপিলের ফাইনালে ‘লাল সিং চাড্ডা’র […]