Uttarakhand: সাড়ে পাঁচশো বাড়ি, রাস্তায় ফাটল! বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের জোশীমঠ?
![Land Sinking](https://www.thenewsnest.com/wp-content/uploads/2023/01/Land-Sinking.jpg)
উত্তরাখণ্ডের (Uttarakhand) জোশীমঠে (Joshimath) কমপক্ষে ৫৬১টি বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। জেলা বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানানো হয়েছে, ক্রমাগত মাটির অবনমন (Land Sinking) বা বসে যাওয়ার কারণেই শতাধিক বাড়িতে ফাটল ধরেছে। বাড়ি ভেঙে পড়ার আতঙ্কে মোট ৬৬টি পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য,কয়েক বছর ধরেই একের পর এক ভূমিধসে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। […]