Urfi Javed: ল্যারিংজাইটিসে আক্রান্ত, কথা বলতে পারছেন না উরফি! কী এই রোগ?
সপ্তাহ খানেক ধরে দুবাইয়ে রয়েছেন উরফি জাভেদ (Urfi Javed)। সেখানেই ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। রবিবার সন্ধ্যায়ও দুবাই থেকে ছবি দেন তিনি। তবে সোমবার উরফিকে দেখা গেল অন্য রূপে। চোখের তলায় কালি পড়ে গিয়েছে। উস্কোখুস্কো চুলে হাসপাতালের বিছানায় বসে রয়েছেন উরফি। চিকিৎসকরা জানিয়েছেন, ল্যারিংজাইটিসে ভুগছেন তিনি। কী এই রোগ? এই রোগ মূলত ভোকাল কর্ড বা স্বরযন্ত্রের […]