Balochistan: সেতু থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বাস, বালুচিস্তানে মৃত ৪১

ACCIDENT

পাকিস্তান (Pakistan) অধিকৃত বালুচিস্তানের (Balochistan) একটি গিরিখাতে (ravine) বাস উলটে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৪১ জনের। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের লাসবেলা (Lasbela) জেলায়। এই দুর্ঘটনার কথা স্বীকার করে লাসবেলার সহকারী কমিশনার হামজা অনজুম (Hamza Anjum) জানান, ৪৮ জন যাত্রীকে নিয়ে একটি বাস কোয়েট্টা (Quetta) থেকে করাচি (Karachi) যাচ্ছিল। লাসবেলার কাছে এসে বাসটি একটি […]