Lateral Entry: বিরোধী – শরিকদের সাঁড়াশি চাপ! আমলা পদে বহিরাগত নিয়োগ থেকে পিছু হটলেন মোদী
সংরক্ষণের শর্ত না মেনে কেন্দ্রীয় সরকারের যুগ্মসচিব, উপসচিব ও অধিকর্তা পদে ৪৫ জনকে নিয়োগের প্রক্রিয়া বাতিল করল নরেন্দ্র মোদী সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-র চেয়ারপার্সনকে এক চিঠিতে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন বাতিল করতে বলেছেন। শনিবার ইউপিএসসি ৪৫ পদের জন্য একটি বিজ্ঞাপন জারি করেছিল। তাতে ১০ জন যুগ্মসচিব এবং […]