Smoking: নতুন বছরে দোকানে আর মিলবেই না সিগারেট! চিরতরে বন্ধ হতে চলেছে ধূমপান?
অবশেষে করেই ফেলল দেশটি। বহু দেশ বহু বার বহু ভাবে চেষ্টা করেছে, কিন্তু নানা বাধার মুখে পড়েছে (Smoking)। কখনও করতে পেরেছে, কখনও সেভাবে সফল হয়নি। কিন্তু এ বিষয়ে অনেকটাই এগিয়ে গেল নিউ জিল্যান্ড। তারা বন্ধ করে দিতে চলেছে সিগারেট বিক্রি। আইন করে বন্ধ করে দিতে বসেছে ধূমপান। তামাকশিল্পের প্রসার রোধে ইদানীং কালের মধ্যে সবচেয়ে কঠোর […]