Srabanti: তারায় তারায়…এবার আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী
এবার আকাশের ঠিকানায় নিজের নামটি লিখিয়ে ফেললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অভিনেত্রীর নামে রাখা হল তারার নাম। ১৩ অগাস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। জন্মদিনের আটদিন বাদেই এক নয়া উপহারের কথা সামনে আনলেন অভিনেত্রী। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন, “এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে (যা কিনা আমার রাশি) একটি তারা আমার নামে থাকছে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে […]