বাড়ি সামনে হাজির চিতাবাঘ! কোচবিহারে জারি হল ১৪৪ ধারা
জলপাইগুড়ির পর কোচবিহার। ফের লোকালয়ে চিতাবাঘের (Leopard) হানা। বৃহস্পতিবার সকালে ঘনবসতিপূর্ণ এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে চিতাবাঘটি। খবর ছড়িয়ে পড়ামাত্রই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বনদপ্তরের আধিকারিকরা। চলছে চিতাবাঘকে খাঁচাবন্দি করার প্রক্রিয়া। কোথা থেকে এলো চিতাবাঘ? স্থানীয় সূত্রে খবর, লোকালয় থেকে বহু দূরে একটি জঙ্গল আছে। সম্ভবত সেখান থেকেই এই চিতাবাঘটি এখানে ঢুকে […]