LIC: আদানিরা ডুবলেও প্রভাব পড়বে না এলআইসি লগ্নিকারীদের উপর, বিবৃতি কর্তৃপক্ষের

শেয়ার বাজারে রীতিমতো ধসের সম্মুখীন হয়েছে আদানি গ্রুপের স্টকগুলি। এই শেয়ারগুলির দর নিম্নমুখী হতেই আশঙ্কায় সাধারণ মানুষও। কারণ খুচরো বিনিয়োগকারী ছাড়াও আদানি গ্রুপের শেয়ারে বিনিয়োগ ছিল LIC, SBI -এর মতো সংস্থারও। কিন্তু শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিপর্যয়ের আঁচ পড়বে না এলআইসির কয়েক কোটি লগ্নিকারীদের উপর। রাষ্ট্রায়ত্ত জীবনবিমা সংস্থাটির তরফে বৃহস্পতিবার এই আশ্বাস দেওয়া হয়েছে। আদানি […]