বিয়ের পর প্রথম লোহরি, আদরমাখা ছবি শেয়ার ভিকি-ক্যাটরিনার
বিয়ের পরের প্রথম লোহরি পালন করলেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। বৃহস্পতিবার রাতের এই অনুষ্ঠানের ছবি দুই তারকাই শেয়ার করে নিয়েছেন তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিকির (Vicky Kaushal) শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, আগুনের সামনে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন দু’জনে। ক্যাটরিনা সেজেছিলেন সাবেকি সাজে। তাঁর পরনে টুকটুকে লাল রংয়ের সালোয়ার, কামিজ। আর পায়ে মানানসই […]