Lok Sabha security breach: বিজেপি সাংসদের পাসে সংসদে দুষ্কৃতিরা! কে এই প্রতাপ সিমহা?

bjp 1

সংসদের মধ্যে অধিবেশন কীভাবে চলে তা দেখার জন্য অনেকেরই আগ্রহ থাকে। কেউ লোকসভা বা রাজ্যসভার অধিবেশন দেখতে চাইলে তাঁকে সেই সভার কোনও সদস্য তথা সাংসদের থেকে সুপারিশ পত্র সংগ্রহ করতে হয়। সেই সুপারিশের চিঠি সংসদ ভবনের গেটে দেখালে তাঁকে সিকিউরিটি চেক করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। এ ছাড়া লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের […]