Mahua Moitra: এবার কি আমার বাড়িতে সিবিআই? চাইলে জুতো গুনে আসতে পারে : মহুয়া
এ বার মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত চেয়ে লোকপালকে চিঠি দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, কবে এবং কোথায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ঘুষ নিয়েছিলেন, তার যাবতীয় তথ্য তাঁর কাছে আছে। এমনকি, সেই ঘুষের অঙ্কও তিনি পেয়েছেন বলে দাবি করলেন বিজেপি সাংসদ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মহুয়া লিখেছিলেন, ‘সিবিআই বা সংসদের এথিক্স কমিটি যে ডাকুক, যবে […]