LPG cylinder subsidy: KYC আপডেট না করলে বন্ধ হবে রান্নার গ্যাসের ভর্তুকি, জানুন শেষ তারিখ
রান্নার গ্যাস নিয়ে ফের গ্রাহকদের নতুন করে চিন্তায় ফেলল মোদী সরকার। জানানো হয়েছে উজ্জ্বলা যোজনা এবং সাধারণ গ্রাহকদের এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি বজায় রাখতে চাইলে ডিলারদের অফিসে বায়োমেট্রিক দিয়ে কেওয়াইসি জমা দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা না করলে বন্ধ হয়ে যাবে ভর্তুকি। কেন্দ্রে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে ইতিমধ্যেই আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল-এর মতো রাষ্ট্রায়ত্ত […]