Cooking gas: দাম আরও ৫০ টাকা বাড়ল, হাজারের গণ্ডি পার করল কলকাতায়

LPG 1

 মধ্যবিত্তের হেঁশেলে আগুন। একলাফে ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। তার ফলে এই প্রথমবার কলকাতায় ১ হাজার টাকার গণ্ডি পেরল রান্নার গ্যাস (LPG Cylinder)। মাথায় হাত আমজনতার। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে, তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজির দাম ঘোষণা করত। এটাই রীতি থেকেছে, তবে বিগত দিনে সেই রীতি ভেঙে মাসের যেকোও দিন […]