এলপিজির নয়া নিয়ম, বছরে কটা সিলিন্ডার পাবেন গ্রাহকরা?
যত খুশি নয়। এবার থেকে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের সংখ্যা বেঁধে দিল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে গ্রাহকরা বছরে মাত্র ১৫টি সিলিন্ডার কিনতে পারবেন। এর বেশি নয়। এর বাইরে গ্রাহকদের মাসে মাত্র ২টি সিলিন্ডার কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সিলিন্ডার পাওয়ার জন্য মাস বা বছরের কোনও কোটা নির্ধারণ করা হয়নি। নতুন নিয়ম অনুযায়ী এখন এক […]