নাক দিয়ে টানলে ভ্যাকসিন সোজা পৌঁছবে ফুসফুসে

nasal vaccine

বিভিন্ন সংস্থা করোনার প্রতিষেধক এনেছে বাজারে ।বেশির ভাগ টিকাই দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে। তবে অনেক ক্ষেত্রে ইঞ্জেকশনের ভয় থাকে সাধারণ মানুষের। তাই আরও সহজে টিকা দেওয়ার জন্য ও আরও টিকার কার্য়কারিতা আরও বাড়ানোর জন্য নতুন উপায় বের করেছেন গবেষকরা। পেনসিলভেনিয়ার স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই নতুন ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছেন। ইঁদুরের ওপর পরীক্ষা সফল হয়েছে বলেও […]